• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

উইকেট নিয়ে ভিন্নমত দুই অধিনায়কের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৪:১৪ পিএম
উইকেট নিয়ে ভিন্নমত দুই অধিনায়কের 

টি-টোয়েন্টিতে ধবল ধোলাই হওয়ার পর টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে শুক্রবার (২৬ নভেম্বর)। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই অধিনায়ক। তবে মুমিনুল ও বাবর দুই জনের কাছে টেস্টের উইকেট নিয়ে রয়েছে ভিন্নমত। 

বাংলাদেশের উইকেট মানে স্পিনারদের দাপড়। তবে উইকেটে নাকি ঘাস ছিল আর এমন উইকেটে নাকি শুরুতে পেসারদের দাপড় থাকে। আর স্পিনাররাও সহায়তা পায় উইকেট থেকে। এমন কথাই বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বাবরের মতে, 'পিচ দেখে মনে হচ্ছে টিপিকাল বাংলাদেশি উইকেট। কালতে যা দেখলাম, তাতে ঘাস ছিল কিছুটা সেখানে। আজকে আবার গিয়ে চূড়ান্তভাবে দেখব কী অবস্থা। এখানে তো স্পিনারদের সহায়তা মেলে, পেসারদেরও সহায়তা মেলে শুরুতে। আমার মতে তাই, যতটা কন্ডিশন কাজে লাগাতে পারব, আমাদের জন্য ততটা ভালো।'

পাকিস্তানি অধিনায়কের মতে বোলিং উইকেট হলেও বাংলাদেশ অধিনায়ক তা মানতে নারাজ। মুমিনুল হকের মতে ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো হবে। টাইগার অধিনায়ক বলেন, 'আমার কাছে মনে হয় খুব ভাল ব্যাটিং উইকেট হবে, ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে। চট্টগ্রামের উইকেট শেষ কয়েকটা সিরিজ ত দেখেছেন, আমার চেয়ে আপনারা ভাল জানেন, ভালো বুঝেন। চট্টগ্রামের উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল হয়'

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৪ ডিসেম্ভর। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!